মুর্শিদাবাদে বিশ্ব হেরিটেজ দিবস উদযাপন পালন হলো

Apr 18, 2023 - 19:00
 0  2

আজ ১৮ এপ্রিল, বিশ্ব হেরিটেজ দিবস।ঐতিহ্যবাহী শহর মুর্শিদাবাদে পালন হলো বিশ্ব ঐতিহ্য দিবস বা ওয়ার্ল্ড হেরিটেজ দিবস। মুর্শিদাবাদ হেরিটেজ এন্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে মঙ্গলবার সকালে প্রভাত ফেরির মাধ্যমে বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয়। প্রভাত ফেরী তে অংশগ্রহণ করে এনসিসি টিম, লালবাগের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা, ঐতিহ্যবাহী ঘোড়ার নাচ, ঐতিহ্যবাহী আদিবাসী নৃত্য ধামসা মাদল।
প্রভাতফেরি শেষ হয় নিউ প্যালেসে। সেখানেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুর্শিদাবাদ হেরিটেজ এন্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, “মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে বহু ঐতিহ্যবাহী স্থান রয়েছে। সেগুলোর সঠিক সংরক্ষণ করা হয়নি এখনো পর্যন্ত। আগামী দিনে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই জায়গাগুলো সঠিক সংরক্ষণ করুক"। #youtube #murshidabad #murshidabad_news #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow