মারণ রোগ সিলিকোসিসে আক্রান্তদের জন্য এবার আধুনিক প্রযুক্তির ব্যবহার
মারণ রোগ সিলিকোসিস। বেঁচে থাকার শেষ লড়াইটুকুতে সঙ্গী হতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে অভিনব চিকিৎসা শুরু হয়েছিল ২০২২ সালে। এই মারণ রোগ ইতিমধ্যে প্রাণ কেড়ে নিয়েছে প্রায় ৩০জনের। পাশাপাশি ভয়াবহ আক্রান্ত ও মৃদু সংক্রমণ নিয়ে আক্রান্তের সংখ্যা প্রায় তিনশোর কাছাকাছি। সেই সমস্যার সমাধানে এবার এগিয়ে এলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। বসিরহাট স্বাস্থ্য জেলার সহযোগিতায় মিনাখাঁ গ্রামীণ হাসপাতাল পেল আধুনিক প্রযুক্তির চিকিৎসার সরঞ্জাম। তার মধ্যে রয়েছে ৩০০ এম এক্স রে মেশিন , অক্সিজেন সিলিন্ডার , আধুনিক প্রযুক্তির অক্সিজেন কনসেনট্রেটর যা তাদের মৃত্যুকে হয়তো রোধ করতে পারবে না কিন্তু প্রাথমিক পর্যায়ে তাদের বুকের যন্ত্রণা ও শ্বাসকষ্ট কমিয়ে আয়ু বৃদ্ধিতে অনেকটাই সাহায্য করবে। শুধুমাত্র এইগুলোই নয় আক্রান্তদের জন্য মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ইতিমধ্যে তিনটি আলাদা বেডের ব্যবস্থা করা হয়েছে। মৃতের ১৩ টি পরিবারকে ৪ লক্ষ্য টাকা এবং আক্রান্ত ৩২ জনকে ২ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে সরকারি তরফ থেকে। #youtube #north24pargana #north24pgs #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?