ত্বকের পাশাপাশি নিন পায়ের যত্ন, জানুন পাঁচটি ঘরোয়া টোটকা |
ত্বকের পাশাপাশি নিন পায়ের যত্ন, জানুন পাঁচটি ঘরোয়া টোটকা |
নিজের যত্ন বলতে আমরা ত্বকের যত্নকে বেশি প্রাধান্য দিই। তবে জানেন কি আমাদের পায়ের ত্বক সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ অনেকেই আছেন যারা কখনোই সম্পূর্ণ পা ঢাকা জুতো পড়তে পছন্দ করেন না। খোলামেলা জুতো যারা পড়েন তারা কখনো ভেবেছেন যে বাইরের ধুলো ময়লা থেকে শুরু করে রোদের প্রভাবে সম্পূর্ণ পা জুড়ে ট্যান পড়ে যায়। শুধু তাই নয় এর ফলে গোড়ালির শক্ত হয়ে যায়। অতিরিক্ত শুষ্কতা থেকে পায়ের চামড়া হাটতে শুরু করে। তাই সাধারণ কিছু ঘরোয়া উপায় পায়ের যত্ন নিন। আর সেগুলি হল বাইরে থেকে বাড়িতে ফেরার উষ্ণ গরম জলে কিছুক্ষণ পা ডুবিয়ে রাখুন। এতে পায়ে জমে থাকা ময়লা বেরিয়ে যাবে। সাথে লেবুর রস কিংবা বেকিং সোডা মিশিয়ে নিলে পায়ে পড়ার ট্যান উঠে যাবে। অত্যন্ত শুষ্ক হয়ে থাকলে ময়শ্চেরাইজের ব্যবহার করুন। এক্ষেত্রে পেট্রোলিয়ামজাত পদার্থ ব্যবহার করতে পারেন। এছাড়াও সাবস্ক্রাব করা যেতে পারে। নিমিষেই উধাও হবে। কফি আর মধু এক্ষেত্রে বিশেষ উপকারী। বাড়ি ঢুকেই আগে পা পরিষ্কার করার চেষ্টা করুন। এছাড়াও দিনের বেলা বাইরে বেরোলে পা ঢাকা যত পড়লে তা অধিক উপকার দেবে|
#dailylife #lifestyle #homemade #hometips @ubanglatvofficial
What's Your Reaction?