মনীষী পঞ্চানন বর্মা স্মারক ভবনের কাজ শুরু এসজেডিএ -এর
মনীষী পঞ্চানন বর্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মারক ভবন তৈরির উদ্যোগ গ্রহন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুসারে জলপাইগুড়ি শহরের রায়কত পাড়া এলাকায় পুরসভার জমিতে বছর দুই আগে দুই তলা ভবন তৈরির কাজ শুরু করে এসজেডিএ। মোট ৬৫ লক্ষ টাকা খরচ করে বর্তমান দুই তলা ভবন তৈরি করা হয়েছে। এদিন এসজেডিএ র পক্ষ থেকে জানান হয়েছে ভবনে একটি অডিটোরিয়াম একটি লাইব্রেরি ছাড়াও ছাড়া গেস্ট রুম এবং অফিস রয়েছে। অডিটোরিয়ামে আলোচনা চক্র সহ অনুষ্ঠান করা যাবে। সেখানে মনীষী পঞ্চানন বর্মার জীবন সম্পর্কে বিভিন্ন বইয়ের পাশাপাশি পড়াশোনার বিভিন্ন ধারার বই রাখা হবে। যারা গবেষণা করতে চান তারাও এই লাইব্রেরী থেকে উপকৃত হবেন। #youtube #njp #jalpaiguri #jalpaigurinewsbangla #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?