ভিয়েতনামকে যুদ্ধজাহাজ ‘উপহার’ ভারতের।

ভিয়েতনামকে যুদ্ধজাহাজ ‘উপহার’ ভারতের।

Jun 22, 2023 - 15:50
Jun 22, 2023 - 16:36
 0  6

দেশে তৈরি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যুদ্ধজাহাজ‘আইএনএস কৃপাণ’ ভিয়েতনামের হাতে তুলে দেওয়ার কথা জানাল ভারত। সোমবার নয়াদিল্লিতে ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ফান ভ্যান গ্যাংয়ের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তার পরই ভারতের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়।সংশ্লিষ্ট মহলের একাংশ মনে করছেন, ভারতের এই ‘উপহার’ ভিয়েতনামের নৌবাহিনী ‘ভিয়েতনাম পিপলস্‌ নেভি’র ক্ষমতা এক ধাপে অনেকখানি বৃদ্ধি করবে।আইএনএস কৃপাণ ১৩৫০ টনেরএকটি ভারতীয় যুদ্ধজাহাজ যা ভিয়েতনামের হাতে তুলে দেবে ভারত।কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের এই ঘোষণার পর প্রশ্ন উঠছে, কেন চিনের প্রতিবেশী ভিয়েতনামের উপর এত সদয় হচ্ছে মোদী সরকার? কেনই বা নিজেদের যুদ্ধজাহাজ ‘উপহার’ দিচ্ছে ভিয়েতনামকে?বেজিংয়ের আস্ফালন রুখতেই কি এই কৌশল নয়াদিল্লির? #worldaffairscurrentaffairs #vitamin #navy  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow