ত্রিপুরার এডিসি এলাকা পরিদর্শনে মেঘালয় রাজ্যের খাসি হিলসের প্রতিনিধি দল! U Bangla TV

মেঘালয় রাজ্যের খাসি হিলস স্বশাসিত জেলা পরিষদের মুখ্যনির্বাহী সদস্য টিটুস্টার ওয়েলছিলে এর নেতৃত্বে ৮ জনের প্রতিনিধি দল ত্রিপুরার এডিসি এলাকা খুমুলুঙ পরিদর্শনে আসেন । পরিদর্শনকালে খাসি হিলসের মুখ্যনির্বাহী সদস্য টিটুস্টার ওয়েলছিলে এর নেতৃত্বে ত্রিপুরার এডিসি এলাকার খুমুলুঙস্থিত প্রধান প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে ত্রিপুরা এডিসি এলাকার মুখ্যনির্বাহী সদস্য পূনচন্দ্র জমাতিয়ার সাথে এক সৌজন্যমূলক সাক্ষাতকারে মিলিত হন এবং এডিসির পক্ষ থেকে প্রতিনিধি দলকে রিসা ও পুস্পস্তবক দিয়ে বরণ করা হয়। আজকের যৌথ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে উত্তর-পূর্বাঞ্চলের দশটি স্বশাসিত জেলা পরিষদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে যৌথভাবে দাবি জানানো হবে ।ত্রিপুরার উপজাতি এলাকার কাজকর্ম সম্পর্কে মুখ্যনির্বাহী আধিকারিক সি.কে জামতিয়া বিস্তারিত তথ্য তুলে ধরেছেন । মেঘালয় রাজ্যের খাসি হিলস জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারী হেনরি সিয়েম তাদের কাজকর্ম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।বৃহষ্পতিবার তারা ত্রিপুরায় বসবাসরত খাসি অধ্যুষিত গ্রামে যাবার কথা রয়েছে । সেখানে খাসিদের সাথে মিলিত হয়ে তাদের সম্পর্কে জানবেন তারা |

Apr 27, 2023 - 14:23
 0  8

মেঘালয় রাজ্যের খাসি হিলস স্বশাসিত জেলা পরিষদের মুখ্যনির্বাহী সদস্য টিটুস্টার ওয়েলছিলে এর নেতৃত্বে ৮ জনের প্রতিনিধি দল ত্রিপুরার এডিসি এলাকা খুমুলুঙ পরিদর্শনে আসেন । পরিদর্শনকালে খাসি হিলসের মুখ্যনির্বাহী সদস্য টিটুস্টার ওয়েলছিলে এর নেতৃত্বে ত্রিপুরার এডিসি এলাকার খুমুলুঙস্থিত প্রধান প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে ত্রিপুরা এডিসি এলাকার মুখ্যনির্বাহী সদস্য পূনচন্দ্র জমাতিয়ার সাথে এক সৌজন্যমূলক সাক্ষাতকারে মিলিত হন এবং এডিসির পক্ষ থেকে প্রতিনিধি দলকে রিসা ও পুস্পস্তবক দিয়ে বরণ করা হয়।  আজকের যৌথ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে উত্তর-পূর্বাঞ্চলের দশটি স্বশাসিত জেলা পরিষদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে যৌথভাবে দাবি জানানো হবে ।ত্রিপুরার উপজাতি এলাকার কাজকর্ম সম্পর্কে মুখ্যনির্বাহী আধিকারিক সি.কে জামতিয়া বিস্তারিত তথ্য তুলে ধরেছেন । মেঘালয় রাজ্যের খাসি হিলস জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারী হেনরি সিয়েম তাদের কাজকর্ম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।বৃহষ্পতিবার তারা ত্রিপুরায় বসবাসরত খাসি অধ্যুষিত গ্রামে যাবার কথা রয়েছে । সেখানে খাসিদের সাথে মিলিত হয়ে তাদের সম্পর্কে জানবেন তারা |

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow