Malda : ভয়াবহ আগুনে পুড়ে ছাই একের পর এক দোকানঘর ও বসতবাড়ি
সোমবার দুপুর নাগাদ হরিশ্চন্দ্রপুর ১নং ব্লকের কুশিদা গ্ৰামপঞ্চায়েত এলাকায় একটি বাজারে আগুন লাগে। ওই এলাকা ঘিঞ্জি হওয়ায় সেখানে আগুন ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি।প্রথম দিকে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগালেও তা নিয়ন্ত্রণ করতে পারেননি।খবর দেওয়া হয় তুলসীহাটা দমকল অফিসে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন।তবে দমকল পৌঁছানোর আগেই ১৫টির বেশি দোকানে আগুনে পড়ে ছাই হয়ে যায় বলে খবর।এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও দুটি গোবাদী পশু অগ্নিদগ্ধ হয়ে গিয়েছে। সিগারেটের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,আজ দুপুর নাগাদ প্রথমে একটি দোকানে আগুন দেখা যায়।পরবর্তী সময়ে সেই আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি দোকান ও বসতবাড়িতে।ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।অল্পের জন্য রক্ষা পেল দুইটি গ্রাম।জানা যায়,এই বাজারে ছিল চায়ের দোকান,মুদির দোকান,ওষুধের দোকান ও ফার্নিচারের দোকান সহ বসতবাড়ি।বিধ্বংসী আগুনে দোকানঘরগুলি পুড়ে কাঠকয়লায় পরিনত হয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার বেশি বলে অনুমান | #youtube #malda #maldanews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?