বাহিনী মোতায়েনের মেয়াদ আর বাড়াল না হাই কোর্ট, শান্তিরক্ষার দায়িত্ব রাজ্যেরই
হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, যদি রাজ্য ব্যর্থ হয় তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ সমস্ত উপযুক্ত পদক্ষেপ করতে পারবে কেন্দ্র।
1.
নতুন করে আর রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা বাড়াল না কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। সন্ত্রাস কবলিত এলাকায় শান্তি বজায় রাখতে সমস্ত পদক্ষেপ করবে রাজ্য। যদি রাজ্য ব্যর্থ হয় তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ সমস্ত উপযুক্ত পদক্ষেপ করতে পারবে কেন্দ্র।
বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে বুধবার ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলার শুনানি ছিল। তাতেই এই নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, সন্ত্রাস কবলিত এলাকায় শান্তি বজায় রাখতে সমস্ত পদক্ষেপ করবে রাজ্যই। যদি রাজ্য ব্যর্থ হয় তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ সমস্ত উপযুক্ত পদক্ষেপ করতে পারবে কেন্দ্র।
What's Your Reaction?