লোকসভা ভোট মিটতেই ফের রাজ্যে বিপুল নিয়োগ। তৈরি হবে ৫১৭টি নতুন পদ। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর।
Advertisement
সূত্রের খবর, এর মধ্যে রয়েছে প্রাণিসম্পদ দপ্তরে ২৭০টি, স্বরাষ্ট্রদপ্তরে ১০০ টি এবং বিদ্যালয় শিক্ষাদপ্তর ৩৫টি পদ তৈরি করা হবে। এছাড়াও অন্যান্য দপ্তরেও শূন্যপদ তৈরি করা হবে। এই পদগুলিতে নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Advertisement
‘শিল্প আর কর্মসংস্থানই আমার লক্ষ্য’। তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রীর কুরসিতে বসেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। সেই লক্ষ্যপূরণ করতে প্রতি বছর বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের (BGBS) আয়োজন করেছ রাজ্য সরকার। গত মার্চ মাসেও মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানে দমকল ও রাজ্য পুলিশ, কলকাতা পুলিশে প্রায় দু হাজারটি শূন্যপদ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে দমকলে প্রায় ৬০০টি পদ ও রাজ্য পুলিশের তেরশোর বেশি শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রিসভা। এর মধ্যে কলকাতা পুলিশেও নতুন করে ৩৫০টি শূন্যপদ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদিন আরও ৫৭১টি শূন্যপদ তৈরির পথে হাঁটল রাজ্য সরকার।