পর্যটক সমেত আটলান্টিকায় উধাও ডুবোজাহাজ টাইটান
পর্যটক সমেত আটলান্টিকায় উধাও ডুবোজাহাজ টাইটান
আটলান্টিক মহাসাগরের গভীর থেকে পর্যটক সমেত উধাও হয়ে গেল ডুবোজাহাজ টাইটান। বিশেষ ওই ডুবোজাহাজটি করে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা সমুদ্রের পাদদেশে যেতেন টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে। বহুদিন ধরে আটলান্টিকের ওই অংশে জনপ্রিয়তা লাভ করেছিল এই অভিনব পর্যটন। টাইটান নামের ২১ ফুট লম্বা ওই ডুবোজাহাজটিতে করে সমুদ্রপৃষ্ট থেকে ১৩ হাজার ফুট গভীরে গিয়ে দেখে আসতেন ১৯১২ সালে সলিল সমাধী নেওয়া বিখ্যাত টাইটানিকের কঙ্কাল। গতকালও রোমাঞ্চের স্বাদ পেতে টাইটানে সওয়ার হয়েছিলেন ৪ পর্যটক। আর তাদের সেখানে নিয়ে যাচ্ছিলেন ডুবোজাহাজের চালক। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও উপরে উঠে আসেনি সেই ডুবোজাহাজটি। এমনকি চালকের সঙ্গে যোগাযোগ স্থাপনও করা যাচ্ছে না বলে খবর। তবে কি কোনও দুর্ঘটনার কবলে পড়ল টাইটান ও তার আরোহীরা! তাও এখনও জানা যায়নি। এই মুহূর্তে আমেরিকা ও কানাডার উপকূলরক্ষীদের দল নিখোঁজ পাঁচজনকে উদ্ধারের প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেপ কোড সৈকত থেকে ৯০০ মাইল দূরে ১৩ হাজার ফুট গভীর সমুদ্র হাতড়ে বেড়াচ্ছেন তাঁরা। কিন্তু হাতে সময় অল্প। ডুবোজাহাজটির নির্মাতা সংস্থা থেকে জানানো হয়েছে আপাতকালীন পরিস্থিতিতে ৭০ থেকে ৯০ ঘণ্টার অতিরিক্ত অক্সিজেন মজুত রয়েছে তাতে। তাই উদ্ধারকারীদের লড়াই এখন সময়ের বিরুদ্ধে। #newstoday #current_affairs #atlanticocean #kanada #usa #titan @ubanglatvofficial
What's Your Reaction?