পরিবেশ আন্দোলনে বন রক্ষা কমিটির অবদান অসামান্য: প্রণয় বারদোলোই | U Bangla TV
IST ফরেস্ট প্রোটেকশন সোসাইটি অফ আসামের (এফপিএসএ) 13 তম দ্বিবার্ষিক সম্মেলন আজ সিপাঝার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সিপাঝাড়ের ওরিয়েন্টেড স্কুলে অনুষ্ঠিত হয়েছে। তাই বন রক্ষায় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।তাই বন রক্ষায় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। কমিটিটি 1996 সালে ওরাংয়ে প্রতিষ্ঠিত হয়েছিল এবং গত 27 বছর ধরে আসামের জাতীয় সংস্কৃতিতে লুকিয়ে থাকা প্রকৃতি চেতনাকে জাগ্রত করার জন্য কঠোর পরিশ্রম করে চলেছে।আজ সকালে কমিটির সভাপতি কর্তৃক কমিটির পতাকা উত্তোলন করেন তারপরে, মহাসচিব , আসামের বন সুরক্ষা কমিটির ড. হরিচরণ দাস শহীদ বেদিতে লণ্ঠন জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নির্বাহী সম্পাদক নিতুল শিবনাথ।
What's Your Reaction?