Assam : নাজিরা চৌকিমুখ উচ্চতম মাধ্যমিক বিদ্যালয়ের উপস্থিত অসমের মুখ্যমন্ত্রী : U Bangla TV
Assam : নাজিরা চৌকিমুখ উচ্চতম মাধ্যমিক বিদ্যালয়ের উপস্থিত অসমের মুখ্যমন্ত্রী : U Bangla TV
নাজিরা চৌকিমুখ উচ্চতম মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। ৭১৫০ হাজার হিতাধিকারদের নতুন রেশন কার্ড বিতরণ, বিতরণ মঞ্চে উপস্থিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বাস শর্মা। নাজিরাতে উপস্থিত হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বাস শর্মা । নাজিরা সমষ্টিতে ৩৪৫৮৪ জন হিতাধিকারীরা লাভ করবে ৫কেজি চাল ।। রেশন কার্ড লাভ করা হিতাদিকারীরা সরকারের থেকে পাবে বিনামূল্যের চিকিৎসার পরিষেবা ।। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরেকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন, অসমের মহিলাদের - লাখ টাকার দিদিদের জন্য বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করলেন তিনি । তিনি আরো বললেন লাখপতি দিদিদের প্রকল্পের from fill up করার জন্য একদিনের সময় দেওয়া হবে।। উল্লেখযোগ্য যে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বাস শর্মা বললেন এক লক্ষ বেকার যুবকদের কাজের সংস্থাপন দেওয়ার কথা ছিল , এবং এর সাথে আরও ৩৫ হাজার বেকার যুবকদের সংস্থাপনের সুবিধা প্রদান করার কথা এই মঞ্চে ঘোষণা করলেন। এবং ৩ লাখ লোককে একসাথে মাটির পাট্টা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, রেশন কার্ড লাভ করা সকলকে মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন তারা যেন সকলে রেশন কার্ড পাওয়ার একদিন পর থেকে রেশন সংগ্রহ করতে শুরু করে । #assam #assamesenews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?