Alipurduar : নির্মান কর্মীদের সম্মেলনে যোগ দিতে কুমারগ্রামে শতরুপ

Apr 4, 2023 - 16:42
 0  12

আলিপুরদুয়ার: নির্মান কর্মীর্দের সামাজিক সুরক্ষা পুনরায় চালু করা,নির্মান শ্রমিকদের নুন্যতম ৮০০ টাকা মুজুরী প্রদান, অবাস যোজনায়  নির্মান শ্রমিকদের নাম অন্তরভুক্ত করা সহ একাধিক দাবিতে সারা ভারত নির্মাণ কর্মী ফেডারেশন আলিপুরদুয়ার জেলা কমিটির তৃতীয় বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হল কুমারগ্রামে। দুদিনের কর্মসূচির রবিবার  শেষ দিনের বিকেলে সংস্লিস্ট স্কুল থেকে নির্মান কর্মিদের নিয়ে মিছিল করেন সংগঠনের নেতা কর্মীরা। তারপর  প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন রাজ্য এবং জেলা নেতৃত্বরা। ওই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে  বাম নেতা শতরূপ বলেন, রাজ্যের তৃণমূল দুর্নীতিতে শিল্প স্থাপন করেছে, পাশাপাশি মূল্যবৃদ্ধির রেকর্ড সৃষ্টি করেছে কেন্দ্র সরকার।ভারত একমাত্র দেশ যেখানে কেরোসিনের দাম ডিজেলের থেকে বেশি।দিন দিন রাজ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে, বর্তমান সরকার  কোথায় নিয়ে নামিয়েছে শিক্ষার অবস্থা।পড়াশুনা ছেড়ে দলে দলে পড়ুয়ারা পরিযায়ী শ্রমিকের দলে নাম লিখিয়েছে।শাসক দল তাদের ভোট না দিলে সরকারি প্রকল্পের টাকা থেকে বঞ্চিত করার হুমকি দিচ্ছে,কিন্তু সবাই জেনে রাখুন সরকারি প্রকল্পের টাকা কারো বন্ধ হবে না।এছাড়াও কুনাল ঘোষ কেও একহাত নেন শতরূপ। পাশাপাশি মমতা ব্যানার্জী ও অভিষেক কেও দুর্নীতি নিয়ে বিধেছেন তিনি | #youtube #alipurduar #alipurduarnews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow