নিত্যদিনের ক্লান্তি কাটাতে বেড়িয়ে আসুন মালভূমির স্বর্গে |

May 14, 2023 - 18:14
 0  2

প্রত্যেকদিন নিজ রুটিন মেনে কাজ করে ক্লান্ত ? মানসিক ক্লান্তি, অবসাদ দূর করার জন্য ঘোরার প্রয়োজন ? তবে একদম কম খরচে দুদিনের ছুটি নিয়ে বেড়িয়ে আসুন পুরুলিয়ার আদিবাসী গ্রাম মুরুগুমা। কলকাতা থেকে মাত্র ৩১৭ কিমি দূরত্বে এই মুরুগুমায় পৌঁছানও অনেক সহজ ! হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেসে পুরুলিয়া স্টেশন। সেখান থেকে বাসে বেগুন কোদর। সেখান থেকে ব্রেক জার্নি করে মুরগুমা। অথবা চার চাকায় স্টেশন থেকে সোজা গন্তব্যে। পাহাড় চূড়ায় মেঘের লুকোচুরি, কোথায় জল রঙের মতো গড়িয়ে পড়া বৃষ্টি আর চোখ জুড়িয়ে যাওয়া সবুজ - প্রকৃতির এই রূপ 'রুক্ষ্ম' পুরুলিয়ায় বিরল শুধু নয়, অতিবিরল। সবুজের বুক চিরে, উপরে আরও উপরে উঠছে পিচ গলা হাইওয়ে। মুরুগুমা ড্যাম, মুরুগুমা গ্রাম এবং আদিবাসী মানুষদের শিল্পকলা, মুরুগুমা সুইসাইড পয়েন্ট, অযোধ্যা পাহাড়ের ভিউ এখানকার মূল দর্শনীয় স্থান এবং বিষয়। প্রকৃতি প্রেমীদের জন্য মুরগুমা সুইসাইড পয়েন্ট এক কথায় 'সুখপাখি'। পলাশ আর কৃষ্ণচুরার লাল রঙে রঙিন এই ছোট্ট মুরুগুমা যেন মালভূমির স্বর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow