ইউক্রেনের খারসেন প্রদেশে বন্যা পরিস্থিতি, ঘরছাড়া ১৬ হাজার।

ইউক্রেনের খারসেন প্রদেশে বন্যা পরিস্থিতি, ঘরছাড়া ১৬ হাজার।

Jun 7, 2023 - 16:10
 0  3

এগিয়ে আসছিল ইউক্রেন সেনার দল। তাদের আটকাতে এবার বড় নির্মাণ ধ্বংস করল রুশ! ক্ষতিগ্রস্ত হল বহু মানুষ। অভিযোগ, দক্ষিণ ইউক্রেনের খারসন প্রদেশে বিস্ফোরণ ঘটিয়ে আস্ত এক নদীবাঁধ উড়িয়ে দিয়েছে তারা!
দিনিপ্রো নদীর উপর তৈরি নোভা কাখোভকা নামের ওই বাঁধের পিছনে থাকা রিজার্ভার ২৪০ কিলেমিটার দীর্ঘ, ২৩ কিলোমিটার চওড়া। বাঁধটি ধ্বংস হয়ে যাওয়ার ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে দক্ষিণ ইউক্রেনে। ঘর ছেড়ে চলে গিয়েছেন স্থানীয়রা। অন্তত ১৬ হাজার মানুষ পালিয়েছেন প্রাণের ভয়ে।রাশিয়া এই বাঁধ আগে থেকেই দখলে রেখেছিল। তবে যুদ্ধের পর ইউক্রেন এই বাঁধ ফের দখল করে নেয়। এদিকে, ঘটনা ঘিরে কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘রাশিয়ার জঙ্গিরা। কাখোভকা জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ ভাঙার ঘটনায় গোটা বিশ্বের সামনে এই তথ্যই প্রমাণিত হয় যে তারা ইউক্রেনের প্রতিটি কোণ থেকে যেন সরে যান।’ নিজের টুইটে জেলেনস্কি লেখেন, ‘শুধু ইউক্রেনের জয়ই নিরাপত্তা এনে দিতে পারবে।’ 

#news #bengalinews #internationalnews #russia #ukraine

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow