Nadia : রেস্তরাঁয় খাবার পরিবেশন করছে রোবট : U Bangla TV
Nadia : রেস্তরাঁয় খাবার পরিবেশন করছে রোবট : U Bangla TV
আমি অনন্যা, খাবার নিয়ে এসেছি। দয়া করে সরে দাঁড়াবেন।’ না এই অনন্যা কোনও মেয়ে নয়। রোবট। আজ্ঞে হ্যাঁ! খাবার পরিবেশন করছে ওই রোবটই। তবে এতে নতুন কী? বিদেশে অনেক আগেই তা দেখা গিয়েছে। তবে বাংলার মাটিতে সম্ভবত প্রথম রোবটের মাধ্যমে খাবার পরিবেশন। তাও কলকাতা নয়, নদিয়া জেলার সদর কৃষ্ণনগরের একটি নামী রেস্তোরায় গেলেই দেখা মিলবে রোবট অনন্যার।
রেস্তরাঁর কর্মচারীরা জানাচ্ছেন, খাবার অর্ডার দিলেই রোবটগুলি চলে আসে কিচেনে। কর্মীরা রোবটের মধ্যে খাবার রেখে নির্দিষ্ট টেবিলে যাওয়ার নির্দেশ দিয়ে দেন। এর পর সকল মানুষকে পাশ কাটিয়ে যথাস্থানে চলে যায় অন্যনা। সেখানে পৌঁছনোর পর রোবট থেকে খাবার নিয়ে গ্রাহকদের দিচ্ছেন কর্মচারীরা।
What's Your Reaction?