নদীয়া : পিতৃত্বের পরিচয় পাওয়া যাবে টাকার বিনিময়ে
পিতৃত্বের পরিচয় পেতে গেলে লাগবে দুই লক্ষ টাকা। বাবার এই অদ্ভুত দাবির কারণে জন্মের সংশাপত্র করতে গিয়ে আট মাসের শিশু কন্যা নিয়ে দিশেহারা গৃহবধূ। অবশেষে পুলিশের দারস্ত গৃহবধূ। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরে। নদীয়ার শান্তিপুর থানার মালঞ্চ সিংহ পাড়ার বাসিন্দা যুবতী তাজমিরা বিবি। অভিযোগ বিয়ের পর থেকেই অত্যাচার করত স্বামী ফারুক মন্ডল এর পরিবার। বর্তমানে ওই গৃহবধূর একটি ৮ মাসের কন্যা সন্তান রয়েছে। কন্যা সন্তানের বয়স ৮ মাস পেরিয়ে গেল এখনো হাতে পাইনি জন্ম সার্টিফিকেট। জন্ম সার্টিফিকেট করতে গেলে বাবা-মায়ের পরিচয় পত্র প্রয়োজন হয়। কিন্তু বাবার সেই পরিচয় পত্র চাইতে গেলে গৃহবধূকে জানানো হয় ওই বাচ্চাটি তাদের নয়। তবে দু লক্ষ টাকা দিলে তবেই দেওয়া হবে পিতৃত্বের পরিচয়। তবে গৃহবধূ ও তার পরিবারের তোলা অভিযোগ পুরোটাই ভিত্তিহীন বলে দাবি করেছেন জামাই ফারুক মন্ডল। তবে গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
What's Your Reaction?