Alipurduar | এবার কালীপুজা করছে ১০ বছরের আরব্য সান্ন্যাল | U Bangla TV
Alipurduar | এবার কালীপুজা করছে ১০ বছরের আরব্য সান্ন্যাল | U Bangla TV
এবার কালীপুজা করছে ১০ বছরের আরব্য সান্ন্যাল।পঞ্চম শ্রেনীর পড়ুয়ার এহেন কাজে গর্বিত গোটা পাড়া। আলিপুরদুয়ার পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আরব্য এবার নিজেই কালী প্রতিমা তৈরি করেছে।এবং পুজো নিজেই করবে।ছোটবেলা থেকেই ঠাকুর অন্ত প্রান আরব্যের।বাড়ির বড়রা কেউ তাকে একাজে বাঁধা দিতোনা।পড়াশোনার ফাঁকে মূর্তি করাই তার নেশা হয়ে যায়।ঠাকুরের সেবা করতে ভালো লাগে।বড় হয়ে পুরোহিত হতে চেয়ে এই বয়সেই হাতে তুলে নিয়েছে গুরু দায়িত্ব।তিন মাস অক্লান্ত পরিশ্রম করে তৈরি করেছিল দুর্গাপ্রতিমা।এবার পাঁচ/ছয়দিন কাজ করেই তৈরি করে ফেলেছে শ্যামা মায়ের মূর্তি।তার পাড়ার কচিকাচাদের নিয়ে এবার মেতেছে কালীপুজোয়।আরব্য জানায়,সে পঞ্চম শ্রেনীতে পড়ে।দুর্গাপূজার পর বেঁচে যাওয়া টাকা থেকে সে তৈরি করে ফেলেছে শ্যামা মায়ের মূর্তি।যা দেখতে ভীড় জমবে প্রতিদিনই।দুর্গাপূজার সময় বহু মানুষ তার তৈরি করা প্রতিমা দেখতে বহু মানুষ ভীড় করতেন।কালীপুজাতে সমান ভীড় হবে বলে মনে করছেন পরিবারের লোকজন।তার সাফ কথা,এটা করতে ভালো লাগে।তাই প্রতিমা তৈরির পাশাপাশি পুজোও সে নিজে হাতে করে।তার এহেন কাজে গর্বিত ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকার।তিনি বলেন,আমরা অভিভূত। এই কম বয়সে নিজে হাতে প্রতিমা তৈরি করে পুজা করে।পুরসভার চেয়ারম্যান শোনার পর তার বাড়িতে এসেছিলেন।তাকে পুরসভার পক্ষ থেকে শারদ সম্মান দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।তিনি বলেন আরব্য আর ও বড় হোক।এটা আমরা চাই।
What's Your Reaction?