নদিয়ার জনবহুল এলাকায় তৈরি হচ্ছে মদের কাউন্টার |

May 10, 2023 - 19:33
 0  2

জনবহুল এলাকায় তৈরি হচ্ছে মদের কাউন্টার। প্রতিবাদে গ্রামের শতাধিক মহিলা। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জমা দেওয়া হয় গণ স্বাক্ষর করে মার্চ পিটিশন। গ্রামবাসীদের দাবি, মদের কাউন্টার তৈরি করা বন্ধ না হলে আগামী দিনে বিক্ষোভের রাস্তা বেছে নেবেন তারা। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের জামলা ডাঙ্গা গ্রামের। অভিযোগ, হরিপুর পঞ্চায়েত এলাকার এক ব্যক্তি ওই এলাকায় তৈরি করছে একটি মদের কাউন্টার। গ্রামবাসীরা কথা বলে কাউন্টারের মালিকের সাথে। প্রশাসন কিছুই করতে পারবে না বলে হুমকি দেয় কাউন্টারের মালিক, এরপরেই ক্ষোভে ফেটে পড়ে ওই গ্রামের শতাধিক মহিলা।মদের কাউন্টার তৈরি হলে বাড়ির পুরুষেরা নেশাই আসক্ত হয়ে পড়বে, সংসারে শুরু হবে অশান্তি। তাই আগে থাকতে জানতে পেরে প্রতিবাদে সরব হয়েছেন তারা। যদিও প্রতিবাদী মহিলাদের দাবি, সমস্ত প্রশাসনিক দপ্তরে তারা অভিযোগ জমা দিয়েছেন প্রশাসন যদি এর সঠিক ব্যবস্থা গ্রহণ না করে তাহলে গোটা গ্রামের মহিলারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow