Purbo bardhoman : ওরা আজও রাস্তার ধারে
পূর্ব বর্ধমান:- পেটের তাগিতে চল্লিশ বছর ধরে ফুটপাতে কর্ম করে চলেছে টাইপইস্টরা,এক কথায় বলা যায় তাঁরা আজও ফুটপাতে। কার্যত ঝড় বৃষ্টি গ্রীষ্মকে উপেক্ষা করে সাধারণ মানুষদের কাজ করে চলেছেন টাইপইস্টরা। হ্যাঁ এই চিত্র রাঢ় বঙ্গের শহর বর্ধমানের জেলা আদালত ও প্রশাসনিক ভবন চত্বরের। বিগত চৌত্রিশ বছরের বাম জামানায় বারংবার দরবার করেছেন বর্ধমান জেলা কোর্ট কলেক্টরেট এসোসিয়েশনের কর্মকর্তারা। কিন্তু কোনো সুরাহা পাননি, ২০১১ সালের মা মাটি মানুষের সরকার ক্ষমতায় আসায় স্থানীয় বিধায়ক ও জেলা প্রশাসনিক আধিকারিকদের সংস্থার পক্ষ থেকে লিখিতভাবে তাঁদের ফুটপাতের কথা তুলে ধরেন, কিন্তু বর্তমান সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ২২টা বছর কেটে গেলেও আজও তাঁরা ফুটপাতে। বর্ধমান জেলা কোর্ট কলেক্টরেট এসোসিয়েশনের সম্পাদক গৌরী শঙ্কর ঘোষ জানান,জেলা শাসক,এস,ডিও, সভাধিপতি ও জেলার নেতৃত্বকে করোজোর নিবেদন করার সত্বেও টাইপিস্টরা রাস্তার পাশে ধুলো বালি ঝড় বৃষ্টি দাবদাহ গরমের মধ্যে দিয়ে দৈনন্দিন জীবনের জীবিকা নির্বাহ করে যাচ্ছেন। তিনি আরও বলেন বাম জামানায় কিছু হল না তাই বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ একটু থাকার ঠাঁই দিন,আমরা চাকরি চাইছি না,কোনো ভাতা চাইছি না শুধু একটু মাথার উপর থাকার ঠাঁই করে দিন। গৌরী বাবু বলেন,রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক তাই তাঁর কাছেও আর্জি থাকলো তিনি যেন আমাদের কথা ভাবেন.... শুধু ঠাঁই চাই আর কিছু না। #youtube #purbobardhman #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?