গ্যাটের কড়ি না খসিয়ে ঘরোয়া উপায়ে ত্বকের উজ্জ্বলতা ফেরান | U Bangla TV
৪০ ডিগ্রির ব্যাপক গরমেও ছুটি নেই স্কুল - কলেজ থেকে অফিসযাত্রী কারোরই ! প্রতিনিয়ত তীব্র সূর্যালোকে বেরোতে হচ্ছে প্রত্যেকেরই। এক্ষেত্রে ট্যান পড়াটাও স্বাভাবিক। তবে এই ট্যান দূর করবেন কিভাবে ? গ্যাটের কড়ি না খসিয়ে একদম ঘরোয়া উপায়ে দূর করুন হাত পায়ের ট্যান।একটি ছোট্ট পাত্রে নিয়ে নিন পরিমান মতো পাতিলেবুর রস, তাতে মিশিয়ে নিন দু চামচ কফি এবং দু চামচ রোজ ওয়াটার বা গোলাপ জল। ভালো করে তিনটি উপকরণ মিশিয়ে হাত পায়ে মেখে নিন। মিনিট দশেক পর ঠান্ডা জলে ধুয়ে নিন। সপ্তাখানেকের মধ্যেই পাবেন উপকার। গোলাপ জল ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ত্বককে মোলায়েম রাখতে সাহায্য করে, পাতিলেবুতে থাকা অ্যাসিডিক উপাদান ত্বকের দাগ দূর করে এবং কফি ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। তাছাড়াও এই গরমে স্কিন healthy খান পরিমান মতো জল, টক দই এবং রসালো ফল।
What's Your Reaction?