দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে কবি শঙ্খ ঘোষেকে শ্রদ্ধা

Apr 21, 2023 - 14:36
 0  4

আজ ২১এপ্রিল কবি শঙ্খ ঘোষের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ইউ বাংলা টিভির পক্ষ থেকে কবিকেবিনম্র শ্রদ্ধা। আজকের দিনে সাহিত্য জগতে অপার শূন্যতা সৃষ্টি করে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন কবি শঙ্খ ঘোষ। আজ ওনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখব একবার কবি শঙ্খ ঘোষ কে, শঙ্খ ঘোষ বাংলা সাহিত্য জগতে উজ্জ্বল নক্ষত্র। ওনার কবিতার ছত্র ছত্রে একদিকে যেরকম রয়েছে জীবন দর্শন অন্যদিকে রয়েছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ভাষা। সাহিত্য জীবনের তার উল্লেখযোগ্য কাজ বলে শেষ করা যাবে না। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ গুলো বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায়, মূর্খ বড় সামাজিক নয়, এছাড়াও একের পর এক অসাধারণ কাব্যগ্রন্থ দিয়ে তিনি বুঁধ করে রেখেছিলেন তার পাঠক মহল কে। #youtube #writer #poetry #poet #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow