‘সিনেমাপাড়ার একটাই স্বর, জাস্টিস ফর RG Kar’:Tollywwod @ubanglatvofficial

‘সিনেমাপাড়ার একটাই স্বর, জাস্টিস ফর RG Kar’:Tollywwod @ubanglatvofficial

Aug 19, 2024 - 16:34
 0  2

আর জি কর কাণ্ডের প্রতিবাদে গত ১৪ আগস্ট থেকে বিনিদ্র রজনী কাটাচ্ছে কলকাতা। শিল্পীরা যে যাঁর মতো করে প্রতিবাদে নেমেছেন। রবিবার আবারও সিনে পরিবার পথে নামল।  আর জি কর কাণ্ডে তারকাদের প্রতিবাদ নিয়ে নেটপাড়ার একাংশ নিত্যদিন কটাক্ষ করে যাচ্ছে। নিন্দুক-সমালোচকদের কাঁচকলা দেখিয়ে পথে নেমে আবারও বিচার চাইলেন শিল্পীরা। সকলের কণ্ঠে একটাই ধ্বনি- "সিনেমাপাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর।" হাজির ছিলেন অঙকুশ-ঐন্দ্রিলা, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায় আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়। সৃজিত মুখোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, জিনিয়া সেন, ঐন্দ্রিলা সেন, জীতু কমল, দেবপ্রতিম দাশগুপ্ত-সহ কলাকুশলীরাও খান্না মোড় থেকে শ্যামবাজার পাঁচমাথা পর্যন্ত শান্তিপূর্ণ মিছিলে হাঁটলেন। এদিকে মায়ের শেষকৃত্য সেরেই আন্দোলনে যোগ দিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এ দিনের সমাবেশ যতটা তারকাখচিত ততটাই মানবিক। খান্নায় এসে যোগ দেন কমলেশ্বর মুখোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত এবং আরও অনেকে। টলিউডের এই মিছিলে যোগ দিয়েছিলেন বলিউডের খ্যাতনামা সিনেমাটোগ্রাফার সুদীপ চট্টোপাধ্যায়ও। যিনি সঞ্জয় লীলা বনশালির একাধিক ছবিতে কাজ করেছেন। কালো পোশাকে মিছিলে হাঁটলেন শোকাহত সৌরসেনী মৈত্র, ইশা সাহারা। আর জি কর কাণ্ডে দ্রুত অপরাধীকে খুঁজে বের করে কড়া শাস্তির দাবি করলেন আবির চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, পাওলি দাম, অঞ্জন দত্তদেরও দেখা গেল। 'আবার প্রলয়' সিরিজে নারী পাচার চক্রের পর্দাফাঁসের ঘটনা দেখিয়েছিলেন রাজ চক্রবর্তী। রবিবার প্রতিবাদী মিছিলেও পরিচালক-বিধায়কের সঙ্গে পা মেলালেন শাশ্বত চট্টোপাধ্যায়। শাশ্বতর কথায়, "এ ভাবেই আন্দোলন চলতে থাকুক। যত দিন না সমাজ অন্যায়মুক্ত হয়।" রাজের দাবি, "প্রত্যেক নারীর সুরক্ষা চাই। যাতে আর কোথাও আর জি কর কাণ্ড না ঘটে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow