দূষণ ধুয়ে ফেলতে দিল্লিতে কৃত্রিম বৃষ্টি! কেন্দ্রের অনুমতির অপেক্ষায় আপ সরকার
ইতিমধ্যেই বায়ুদূষণকে ‘মেডিক্যাল এমার্জেন্সি’ হিসাবে ঘোষণা করেছে দিল্লির সরকার।
1.
এ কোন সকাল। রাতের চেয়েও অন্ধকার! দূষণের জেরে দিল্লির সকালগুলো যেন এরকমই! রাতের চেয়েও অন্ধকার। বাতাসে বিষ। যা পরিস্থিতি তাতে রাজধানীর বাতাসে নিঃশ্বাস নেওয়াই দায়। হিসাব বলছে, দিল্লির কোনও কোনও এলাকায় বাতাসের গুণগত মান ৫০০ পর্যন্ত নেমে গিয়েছে। এই পরিস্থিতি রাজধানীর বায়ুদূষণ রুখতে কৃত্রিম বৃষ্টিতে ভরসা রাখছে দিল্লির আপ সরকার। কেন্দ্রের সম্মতি পেলেই কৃত্রিমভাবে দিল্লির আকাশে বর্ষণের ব্যবস্থা করা হবে।
What's Your Reaction?