দীর্ঘ পাঁচ বছরের ভোগান্তির অবসান হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কের নিত্যযাত্রীদের |
দীর্ঘ প্রায় পাঁচ বছর ভোগান্তির পর অবশেষে ১০৯ কোটি টাকা ব্যায়ে শুরু হলো রাস্তা নির্মাণের কাজ। চলতি সপ্তাহেই শুরু হয়েছে হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কের ২৯ কিলোমিটার রাস্তা ভেঙ্গেচুরে নতুন করে তৈরির কাজ। ইতিমধ্যেই বড়ঞা থানার কুলি মোড় বর্ধমানের ফুটিসাঁকো অবধি রাস্তায় থাকা সমস্ত কালভার্ট গুলো নবরূপে সজ্জিত হবার উদ্দেশে শুরু হয়ে গেছে নির্মাণ কাজ ।পাশাপাশি এই রাস্তা উত্তরবঙ্গ থেকে দক্ষিণ বঙ্গের অন্যতম সড়ক হয়ে ওঠায় ট্রাক ও বিভিন্ন যানবাহনের সংখ্যা নিয়মিত উর্ধ্বমুখী হয়েছে, আর যে কারণে পূর্বের তুলনায় বর্তমানে এই রাস্তা অনেকটাই বড় করা হচ্ছে বলে জানিয়েছেন বড়ঞা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ তথা বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট মাহে আলম।
What's Your Reaction?