Tripura : ত্রিপুরার সাব্রুম মহকুমার বিচার বিভাগীয় সমস্যার কারণে ক্ষিপ্ত সাব্রুম বার অ্যাসোসিয়েশন
নানাবিধ সমস্যায় ভুগছে দক্ষিণ ত্রিপুরা জেলা সাব্রুম মহকুমার বিচার বিভাগীয় ব্যবস্থা। বিচার বিভাগীয় ব্যবস্থার আধুনিকীকরণ এবং জেলা স্তরের বিচারব্যবস্থার কাজ আরো ত্বরান্বিত করতে অতি সম্প্রতি এডিশনাল ডিস্ট্রিক জর্জ কোর্ট দক্ষিণ ত্রিপুরা জেলা সাব্রুমে নিয়ে আসা হয়েছে গত ৮ মাস আগে। কিন্তু পরিকাঠামোগত সমস্যার কারণে সাব্রুম মহকুমার বিচার প্রার্থীরা প্রায় প্রতিদিন নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। সাব্রুম মহকুমার বিচার ব্যবস্থায় চারটি স্তরের মধ্যে রয়েছে এডিশনাল ডিস্ট্রিক্ট জর্জ কোর্ট,
এসডিজেএম কোর্ট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, এবং এক্সিকিউটিভ কোর্ট। এই চারটি কোর্টে ন্যূনতম তিনজন এপিপি থাকার কথা থাকলেও আদতে একজন মাত্রই এপিপি রয়েছেন। কিন্তু, কোন কারনে উনি অনুপস্থিত থাকলে বিচার প্রার্থীরা বিচার পেতে অসুবিধার সম্মুখীন হয় । একইভাবে এডিশনাল ডিস্ট্রিক্ট জর্জ কোর্টের কোনো এডিশনাল পিপি নেই। বিচার ব্যবস্থার এই সমস্যা সমাধানের জন্য আইনজীবীদের পক্ষ থেকেও যেমন দাবি উঠেছে তেমনি জনগণও সমাধান চেয়েছেন। #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?