Tripura : পুলিশের হাতে গ্ৰেফতার কুখ্যাত নারী পাচারকারী পার্থ সেন সহ এক যুবতী
Tripura : পুলিশের হাতে গ্ৰেফতার কুখ্যাত নারী পাচারকারী পার্থ সেন সহ এক যুবতী
বহু আগে কুখ্যাত নারী পাচারকারী পার্থ সেন সহ আরো কয়েকজনের বিরুদ্ধে দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনীয়া থানার ডায়েরিতে নাম উঠে যায় নারী পাচারকারী থেকে শুরু করে নেশাকারবারি হিসেবে। অবশেষে বিলোনীয়া থানার পুলিশ কালীনগর মোটর স্ট্যান্ড এলাকা থেকে গ্ৰেফতার করতে সক্ষম হয় কুখ্যাত নারী পাচারকারী পার্থ সেনকে । তার বাড়ি ঋষ্যমুখ আর.ডি. ব্লকের অন্তর্গত রামনগর এলাকায়। বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে নারী পাচারকারী, নেশাকারবারী এবং রোহিঙ্গা পাচারকারী হিসেবে পরিচিত পার্থ সেন। তার সাথে ছিল ২৭ বছরের বাংলাদেশী এক যুবতী। অবৈধভাবে বাংলাদেশের সেই যুবতী ভারতে অনুপ্রবেশের দায়ে পুলিশ গ্ৰেফতার করে নিয়ে থানাতে নিয়ে আসে । বাংলাদেশী যুবতীর নাম লাইলি বেগম। তার বাড়ি বাংলাদেশের পাটোয়া খালি জেলার টেংরা খালি এলাকায়। বিলোনীয়া থানার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপার্দ করে কুখ্যাত নারী পাচারকারী পার্থ সেনকে । অপরদিকে বাংলাদেশী যুবিটি'কে ও আদালতে সোপার্দ করা হয়। কুখ্যাত নারী পাচারকারী পার্থ সেন সেই বাংলাদেশী যুবতীটি'কে পাচারের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসা হয় বলে জানা গিয়েছে। কিভাবে ভারতের ভোটার কার্ড, আধার কার্ড বাংলাদেশী যুবতী লাইলি বেগমের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায়, গত তিনদিন আগে অবৈধভাবে ভারত-বাংলাদেশের সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে বাংলাদেশী যুবতী লাইলি বেগমকে নিয়ে আসা হয় দক্ষিণ ত্রিপুরা জেলা ঋষ্যমুখ রামনগর এলাকার কুখ্যাত নারী পাচারকারী পার্থ সেনের বাড়িতে । তিন রাত কাটানোর পর কুখ্যাত নারী পাচারকারী পার্থ সেন বাংলাদেশী যুবতী লাইলি বেগমকে নিয়ে ঋষ্যমুখ থেকে বিলোনীয়া আসার পরই দুজন'কে গ্ৰেফতার করে পুলিশ থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালায়। তবে, পুলিশের কাছে লাইলি বেগম স্বীকার করেছে সে বাংলাদেশের নাগরিক । কিন্তু সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে লাইলি বেগম ৯০ ডিগ্রি ঘুরে গিয়ে বলে তার বাড়ি নাকি পশ্চিমবঙ্গে । কেন পুলিশ তাকে গ্রেফতার করেছে সে কথা সে নিজেও জানে না। লাইলি বেগমের দ্বিচারিতা কথায় চাঞ্চল্য সৃষ্টি হয়। তদন্তে নেমেছে পুলিশ। #breakingnews #newstoday #tripura #tripuranews #newslive #banglanews #viralvideo @ubanglatvofficial
What's Your Reaction?