Kolkata : পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে দর্শকদের মন কারলো লাল শাড়ি

Kolkata : পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে দর্শকদের মন কারলো লাল শাড়ি

Jul 31, 2023 - 14:53
 0  14

পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে, কলকাতার নন্দন এক প্রেক্ষাগৃহে... . লাল শাড়ি..... দর্শকদের মন কারলো । আজ ৩০ শে জুলাই রবিবার বিকেল তিনটেয় নন্দন প্রেক্ষাগৃহে অপু বিশ্বাস প্রযোজিত এবং বন্ধন বিশ্বাসের পরিচালনায়.., লাল শাড়ি.... দর্শকদের মন জয় করে নিল, দুপুর থেকেই মানুষ এই ছবিটি দেখার জন্য বিশাল লাইন করে দাঁড়িয়ে থাকেন, এই ছবিটি শুরু হয় তিনটে শোতে। কিন্তু সিনেমা প্রেমের মানুষ এই গরমেও ধৈর্য ধরে দাঁড়িয়ে ছিলেন সারিবদ্ধ ভাবে। উপস্থিত ছিলেষ প্রযোজক অপু বিশ্বাস, নায়ক সাইমন সাদিক, এবং পরিচালক বন্ধন বিশ্বাস, এইভাবে দর্শকদের লাইন দেখে প্রযোজক এর মনে একটা আলাদা অনুভব লক্ষ্য করা যায়, তিনি বলেন যেভাবে আমাকে এখানে সম্মান দিলেন এবং আমার বই দেখার জন্য এখানকার মানুষ যে এতটা ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে থাকেন, এটা আমাকে একটা আলাদা জায়গা করে দিল। আমার এই বইটি বাংলাদেশ সরকার অনুমোদিত,এবং এখানে আসতে পেরে আমরা গর্বিত মনে করছি, তবে আমার বইটা দেখার জন্য যে এতটা ভিড় হবে আগে ভাবি নি ,এসে বুঝতে পারলাম, আমাকে কতটা ভালোবাসে, আমাদের দেশের বই দেখার জন্য এখানেও আমার ভারতবাসীরা রয়েছেন, আজ এই বই দেখার জন্য নন্দন প্রেক্ষাগৃহ পরিপূর্ণ হয়ে যায় শোয়ের আগেই, প্রযোজক শুধু একটা কথাই বললেন ,চতুর্থ চলচ্চিত্র উৎসবে আমি এসেছিলাম। এবং বলে গিয়েছিলাম, এই বইটি আমি তৈরি করব পঞ্চম চলচ্চিত্র উৎসবে, তাই আমি খুব কম সময়ের মধ্যে এই চলচ্চিত্রটি তৈরি করেছি। এবং আমাকে সবাই যেভাবে সহযোগিতা করেছেন বইটি করার জন্য, তাদের কাছেও আমি কৃতজ্ঞ। এবং বাংলাদেশ সরকারের কাছেও আমি কৃতজ্ঞ, এই বইটি অনুমোদন দেওয়ার জন্য, তবে আপনারা বইটি দেখুন না দেখলে বুঝতে পারবেন না। বইটির আসল ঘটনা কী,, আপনারা এই ভাবে উৎসাহিত করেছেন, আমার খুব ভালো লাগছে ,তবে আমি চেষ্টা করবো আপনাদের কথা রাখার জন্য, যদি এই ধরনের বই করি ,তবে দুই দেশের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে করার চেষ্টা করব। শুধু তাই নয় আপনাদের এখানকার বই আমার দেখতে খুব ভালো লাগে, কারণ এখানকার নায়ক নায়িকা কোন অংশে কম নয়। আমি নিয়মিত এখানকার ছবি দেখি, একই ভাবে নায়ক সাইমন সাদিক ও পরিচালক বন্ধন বিশ্বাস বললেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, আমাদেরকে আরো একধাপ এগিয়ে দিলেন, আজ আমার লাল শাড়ি ছবিতে যে শাড়ি পড়া হয়েছে, আমি আজ সেই শাড়ি পড়ে আপনাদের সামনে উপস্থিত।, সবাইকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানালাম। আপনারা বইটি উপভোগ করুন।। #kolkata #kolkatanews #kolkatanewslive #banglanews #bangladesh #bangladeshinews #apubiswas #westbengalnews #breakingnews #newslive #newstoday #viralnews #bengalifilm #filmfestival  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow