Purulia: আদিবাসী অধ্যুষিত ফাগুডির বনবাসীরা কি বলতে চাইছে ?

Purulia: আদিবাসী অধ্যুষিত ফাগুডির বনবাসীরা কি বলতে চাইছে ?

Jul 6, 2023 - 18:17
 0  2

৮ ই জুলাই ভোট। 6 জুলাই গ্রামের পথে পুরুলিয়া টুডে। পৌছালো পুরুলিয়ার বরাবাজার ব্লকের ফাগুডি। আদিবাসী অধ্যুষিত বনবাসী ফাগুডি গ্রাম ঘুরে দেখলাম আমরা । নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস ও বিজেপির দেওয়াল লিখন,, দলীয় পতাকা উড়ছে বুনো বাতাসে ।৮০ টি পরিবারের মধ্যে অর্ধেকের মাটির বাড়িতেই বসবাস। ধানের জমি বা ১০০ দিনের প্রকল্পে কাজ নেই। তাই বাইরে শ্রমিকের কাজে যায় আদিবাসী পুরুষ ও মহিলারা। তাই দিয়ে দিন চলছে ওদের । বৃষ্টির অভাবে আটটি নলকূপের মধ্যে গোটা চারেকে পানীয় জলের ভরসা। মাথায় হাড়ি কলসি নিয়ে তা থেকেই জল নিয়ে ফিরছেন মহিলারা। রেশনের সঙ্গে আধার সংযোজন না হওয়ায় বিভিন্ন পরিবারে দু একজনের রেশন পেতে অসুবিধা হচ্ছে। গ্যাস নয়। রান্নাটা জঙ্গলের কাঠ দিয়েই চলে। পশুপালন করতে দেখা গেল অনেককেই । আই সি ডি এস টিতে রান্নার কর্মীর পদ শূন্য থাকলেও রান্না হচ্ছে । আগামী ১১ জুলাই বোঝা যাবে ফাগুডির বনবাসীরা কি বলতে চাইছে ? @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow