জবা ফুলের গুণে পাতলা চুল ঘন হবে|

জবা ফুলের গুণে পাতলা চুল ঘন হবে|

May 30, 2023 - 19:18
 0  20

বর্তমানে হেয়ার কেয়ার রুটিনে রাসায়নিক প্রোডাক্ট ব্যবহারের বদলে প্রাকৃতিক উপাদানের উপরেই বেশি জোর দিচ্ছেন অধিকাংশ। বিউটি ওয়ার্ল্ডেও প্রাকৃতিক উপাদানের ব্যবহার বাড়ছে। জবা ফুলের মতো একটি প্রাকৃতিক উপাদান চুলের নানা সমস্যা সমাধান করে। জবার ব্যবহারে চুলের জেল্লাও হয় দেখার মতো। জবা ফুলের তেল বা হেয়ার প্যাক ব্যবহার করলে ঠিক কী কী উপকার পাওয়া যায়, বিস্তারিত জেনে নেবো আজকের প্রতিবেদনে। জবা ফুলের তেল চুলের বৃদ্ধিতে সাহায্য করে।জবা ফুল ভিটামিন সি-এ ঠাসা। ভিটামিন সি-এর ঘাটতি হলে চুল পড়াও বাড়ে। গবেষণাতেও এই তথ্য উঠে এসেছে। জবা ফুলের তেল ভিটামিন সি-এর ঘাটতি পূরণ করলে চুলের বৃদ্ধিও হয় দেখার মতো। একটি গবেষণায় দেখা গিয়েছে, জবা ফুল এবং পাতার নির্যাস হেয়ার গ্রোথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।জবা ফুল অ্যামিনো অ্যাসিডে ঠাসা। এটি আপনার চুলের পুষ্টির ঘাটতি পূরণ করে। চুলের গোড়া মজবুত করে। চুলের জেল্লা ধরে রাখতে সাহায্য করে।জবা ফুল স্ক্যাল্পের প্রাকৃতিক তেল ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এর অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান স্ক্যাল্পের সুস্বাস্থ্য ধরে রাখে। খুশকিও কমায়। তাই নিয়মিত জবা ফুলের হেয়ার প্যাক বা তেল ব্যবহার করলেই চুলের হাল ফিরবে।
#joba #beautyworld #naturaloil #naturalhair #hairstyle #haircare   #Shoeblackplant

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow