ছনের দাম মহার্ঘ্য! বিপাকে পান চাষীরা! U Bangla TV
আজকাল আর গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর মহকুমায় গ্ৰামের বাজারগুলোতে ছন বিক্রি হতে দেখা যায় না।৩০-৩৫ বছর পূর্বে ও গ্ৰামের বাজারগুলোতে বিশেষ করে উপজাতি অংশের মানুষ ছনের আঁটি ভার দিয়ে বাজারে নিয়ে আসত বিক্রির জন্য। ১০ থেকে ১৫ টাকা আঁটিতে ছন ভার দিয়ে বাজারে নিয়ে আসলেও বিক্রি করতে তারা অনেক সময় পারত না।কারন, তখন প্রচুর ছন উঠত বাজারে।যদিও সে সময় ছনের কদর ছিল অনেক বেশি।কারন, অধিকাংশ বাড়িঘরের ছাউনী ছিল ছনের। তখন কাতারে কাতারে ছন বিক্রি হত। পরবর্তী সময়ে মানুষ ছনের পরিবর্তে রাবার গাছ লাগাতে শুরু করে।ফলে ছন আর কেউ করতে না চাওয়ার ফলে ছন হ্রাস পেতে লাগল। এতে করে দিন দিন ছনের দাম বেড়ে যায়। বর্তমানে এক আঁটি ছন ২০০ টাকা হয়ে গেছে। বর্তমানে ছনের প্রয়োজনীয়তা কিংবা কদর আজ ও লক্ষ্য করা যায়। কিন্তু, পানের ব্যবসা করে যারা জীবিকা নির্বাহ করছে তাদের কাছে ছন খুবই দরকার। তাই এখন চাষিদের আশা সরকার যদি তাদের একটু পাশে দাঁড়ায় তাহলে পান চাষিদের ভবিষ্যত ঘুরে দাঁড়াবে বলে আশা ব্যক্ত করেন পানচাষীরা।
What's Your Reaction?