Tripura : চুরি যাওয়া চারটি বাইক সহ আটক কুখ্যাত তিন বাইক চোর

Apr 18, 2023 - 18:40
 0  1

ধলাই ত্রিপুরা জেলা আমবাসা থেকে চুরি হওয়া চারটি বাইক গোমতী ত্রিপুরা জেলা অমরপুর থেকে উদ্ধার করলো পুলিশ। সেইসাথে তিন কুখ্যাত বাইক চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বীরগঞ্জ ও আমবাসা থানার পুলিশ। আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মার নেতৃত্বে আরক্ষা দপ্তরের কর্মীরা অমরপুরে এসে বীরগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় সোমবার রাত ভোর বীরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায়। আরক্ষা দপ্তরের কর্মীরা কুড়মা ভিলেজের কাঞ্চনছাড়ার শিবজয় রিয়াং এর বাড়িতে তল্লাশি চালিয়ে দুইটি বাইক উদ্ধার করে। কুখ্যাত বাইক চোর ৩২ বছরের শিবজয় রিয়াং'কেও আটক করে পুলিশ এবং শিবজয় রিয়াং এর বাড়ি থেকেই কুখ্যাত বাইক চোর গন্ডাছড়া মহকুমার জগবন্ধু পাড়ার বাসিন্দা প্রসেনজিৎ দেববর্মাকে গ্রেফতার করে। উভয় বাইক চোরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তদন্তকারী পুলিশ অফিসাররা গামাকো বাড়ির বিশ্বশক্তি জমাতিয়ার বাড়িতে হানা দিয়ে আরো একটি চুরি যাওয়া বাইক উদ্ধার করে। পরে তিন কুখ্যাত বাইক চোরের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তিনঘরিয়া ভিলেজের এক ব্যক্তির বাড়ি থেকে আরও একটি বাইক উদ্ধার করে। জানা গেছে, কুখ্যাত বাইক চোর প্রসেনজিৎ দেববর্মা চুরি করা বাইকটি তিনঘরিয়া ভিলেজের ওই ব্যক্তির নিকট বিক্রি করেছিল। যদিও পুলিশ ওই ব্যক্তিকে আটক করেনি।
আমবাসা থানার ওসির নেতৃত্বে পুলিশ কর্মীরা উদ্ধার হওয়া চারটি বাইক সহ ধৃত তিন কুখ্যাত বাইক চোরকেই মঙ্গলবার সকালে আমবাসা থানার উদ্দেশ্যে নিয়ে গেছেন। ধৃত বাইক চোররা সকলেই মারন নেশা ড্রাগসের কবলে ছিল।এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গোমতী ত্রিপুরা অমরপুরে। #youtube #tripura #tripuranews #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow