Tripura : স্বাবলম্বী হওয়ার পথে ফুলচাষী রাজেশ দাস : U Bangla TV
Tripura : স্বাবলম্বী হওয়ার পথে ফুলচাষী রাজেশ দাস : U Bangla TV
লেখাপড়া করে সরকারি চাকুরিমুখী না হয়ে থেকে, একটু চেষ্টা করলে যে কৃষির সাহায্যে নিজেকে স্বাবলম্বী করে তোলা যায় তা আবারো প্রমাণ করে দেখালো উত্তর ত্রিপুরা জেলা পানিসাগরের এক অন্যতম সফল ফুলচাষী রাজেশ দাস। বর্তমানে তার ফুল চাষে উৎপাদিত বিভিন্ন প্রজাতির ফুল, ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমের কাছাড় জেলা থেকে শুরু করে, ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা পর্যন্ত বাজারজাত হচ্ছে। তবে, শুধু ফুল চাষ নয়, রাজেশ দাস ও রত্নদীপ দাস দুজনে মিলে প্রায় কুড়ি কানি জায়গাতে বিভিন্ন প্রজাতির ফুলের সাথে সাথে নানারকম সব্জিও চাষ করছেন। এই ফুল এবং সব্জি চাষের মাধ্যমে প্রতি মাসে ৫০ হাজারেরও বেশি টাকা উপার্জন করছেন চাষী রাজেশ দাস ও রত্নদ্বীপ দাস দুজনে মিলে। ২০১০ সালে ফুলচাষ শুরু করে রাজেশ। প্রথমে সে গাঁদা ফুলের চাষ শুরু করে সেখান থেকে বীজ বপন করে । সে সময় ফুলের চাহিদাও এমনটা ছিল না বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সে জানিয়েছে। তথাপি ফুল চাষে রাজেশের উৎসাহ দেখে ২০১২ সালে কৃষি দপ্তর থেকে তাকে একটি প্রটেক্টেড স্ট্রাকচার প্রদান করা হয়। গাঁদা ফুল চাষের সাথে সাথে প্রটেক্টেড স্ট্রাকচারে জারবেরা ফুলের চাষ ও শুরু করে সে। আর তাতেই আসে বিশাল সফলতা । ফুলের চাহিদা বাড়ায় বর্তমানে সে চন্দ্রমল্লিকা, রজনী গন্ধা সহ নানা ফুলের চাষ শুরু করেছে বলে জানিয়েছে। #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?