চিত্রের জাদুকর যামিনী রায় এর জন্মদিন
বাংলার পট শিল্পকে বিশ্বের দরবারে বিখ্যাত করেছিলেন রং তুলির জাদুকর যামিনী রায়। আজ ১১ ই এপ্রিল সেই জাদুকরের জন্মদিন । যামিনী রায় জন্মদিনে ইউ বাংলা টিভির তরফ থেকে আন্তরিকভাবে বিনম্র শ্রদ্ধা । যামিনী রায় বলতেই আমাদের মনে আসে স্বতন্ত্র শিল্প সত্তা , আজ তার জন্মদিনে আমরা কর্মজীবন শিল্পজীবন সকল বিষয় নিয়ে আলোচনা করব ।
বাঙালি চিত্রশিল্পী যামিনী রায় ১৮৮৭ সালের ১১ই এপ্রিল বাঁকুড়া জেলার বেলিয়াতোড় গ্রামের এক মধ্যবিত্ত জমিদার পরিবারের জন্মগ্রহণ করেন । যামিনী রায়ের শিল্পসত্তার বিকাশে তার পরিবারের অবদান ছিল যথেষ্ট, তার পিতা রামতরণ রায় ছিলেন অত্যন্ত সৌখিন শিল্প মনস্ক মানুষ। আমি নীরায় ১৯০৬ থেকে ১৯১৪ সাল অবধি কলকাতা গভর্নমেন্ট আর্ট স্কুলের ইউরোপীয় একাডেমিক নিয়মে অধ্যয়ন করেন। তবে পরবর্তীকালে তিনি নিজের মনের মাধুরী মিশিয়ে নিজের স্বতন্ত্র শিল্পের সৃষ্টি করে ।
যামিনী রায় নিজে পটুয়া না হলেও কালীঘাটের পটুয়া শিল্পকে বিশ্বাস দরবারে পৌঁছে দিয়েছিলেন। তার শিল্পশৈলীর নাম রেখেছিলেন "ফ্ল্যাট টেকনিক"
তিনি আটপৌরে কায়দায় প্রসাধনহীন সরলরেখায় এবং মাটির রং দিয়ে তৈরি করতেন তার ছবি । ১৯৩০ সালে প্রথম দিকে এই পটুয়া শিল্পকে কেন্দ্র করে শিল্প জগতে নিজের স্থায়ী জায়গা করে নিয়েছিলেন তিনি। ভারতে প্রথম যামিনী রায়ের চিত্র প্রদর্শিত হয় ব্রিটিশ কলকাতার রাস্তায় । তার ছবিতে উঠে এসেছে ধর্মচিহ্ন, বৈষ্ণব অনুরাগ, রামায়ণ কথা, সাঁওতাল জনজীবনের ছবি । তারা সেরা কিছু চিত্রশিল্প হলো "সাঁওতাল জননী" " মা ও শিশু" " গনেশ জননী" " যীশু" "রাধা কৃষ্ণ"প্রভৃতি।
বাংলা তথা ভারতবর্ষ নয়, যামিনী রায় তার চিত্রশিল্পকে সারা বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন, চিত্রশিল্পকে জাদুঘরের দেয়াল থেকে মধ্যবিত্ত দেয়ালে পৌঁছে দিয়েছিলেন তিনি। ভারতীয় আধুনিক শিল্পকে এক বিশেষ রূপদান করেন যামিনী রায় | #youtube #yamini #birthday #artist @ubanglatvofficial
What's Your Reaction?