গ্যাংস্টার মুখতার আনসারির 32 বছরের পুরনো ঘটনা রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড
গ্যাংস্টার মুখতার আনসারির 32 বছরের পুরনো ঘটনা রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড
বারানসির সাংসদ বিধায়ক আদালত সোমবার অবধেশ রাই হত্যা মামলায় জেলবন্দী গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ মুখতার আনসারিকে দোষী সাব্যস্ত করেছে আদালত। পাঁচবারের বিধায়ক আনসারিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।3 অগাস্ট, 1991-এ, কংগ্রেস নেতা এবং প্রাক্তন বিধায়ক অজয় রাইয়ের ভাই, অবধেশ রাইকে বারাণসীতে অজয় রাইয়ের বাড়ির বাইরে গুলি করে হত্যা করা হয়েছিল, যার পরে আনসারি, ভীম সিং, প্রাক্তন বিধায়ক প্রয়াত আবদুল কালাম, রাকেশ ন্যায়িক এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার সুবিচার হল এতদিনে, ৩২বছর পর এই হত্যাকান্ডের নিস্পত্তি হয় ।অজয় রাই বলেন, "আজ, 32 বছরের দীর্ঘ লড়াইয়ের পরে আমরা জয়ী হয়েছি। আমরা আদালতের রায়কে স্বাগত জানাই। #mukhtaransari #abdulkalam #newstoday #news @ubanglatvofficial
What's Your Reaction?