গাফিলতির কারণে মৃত সন্তান প্রসব, অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে
সিপাহীজলা ত্রিপুরা জেলা বিশালগড় মহকুমা হাসপাতালের ডাক্তার জ্যোতির্ময় দাসের গাফিলতির কারণে মৃত সন্তান প্রসবের অভিযোগ উঠেছে। এই নিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে রোগীর পরিজনদের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় । জানা যায়, বিশালগড় অরবিন্দনগরের বাসিন্দা তানিয়া লস্কর দীর্ঘ ৯ মাস ধরে বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসক ডাক্তার জ্যোতির্ময় দাসকে দেখাচ্ছেন। সকালেও তানিয়া লস্কর ডাক্তার জ্যোতির্ময় দাসের চেম্বারে যান। ডাক্তার জ্যোতির্ময় দাস তানিয়া লস্করকে কিছু ওষুধ লিখে দেন এবং বাচ্চা সুস্থ আছে বলেও জানান। কিন্তু বাড়ি যেতেই তানিয়া লস্করের শারীরিক অবস্থার অবনতি হয়। কিছু সময়ের মধ্যে বাড়িতেই সন্তান প্রসব করেন তানিয়া লস্কর। মা এবং শিশুকে তড়িঘড়ি বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক জ্যোতির্ময় দাস জানান মৃত সন্তান প্রসব হয়েছে। এরপরেই রোগীর পরিজনরা ডাক্তার জ্যোতির্ময় দাসের বিরুদ্ধে অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হন। সাংবাদিকরা ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে গেলে ডাক্তার জ্যোতির্ময় দাস সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহারে লিপ্ত হয়ে পড়েন। এই ঘটনায় গোটা সাংবাদিক মহলে তীব্র নিন্দার ঝড় বইছে
What's Your Reaction?