গাড়ি চালানোর সময় যারা সিট বেল্ট লাগাচ্ছেন না তাদের বিরুদ্ধে কঠোর ত্রিপুরা ট্রাফিক পুলিশ
ত্রিপুরা ট্রাফিক দপ্তর থেকে কিছুদিন পূর্বে বিজ্ঞাপন দিয়ে সমস্ত গাড়ি চালকদের সতর্ক করা হয়েছিল যে ড্রাইভিং করার সময় তারা যেন সিট বেল্ট অবশ্যই বেঁধে রাখে। যারা গাড়ি ড্রাইভিং করার সময় সিট বেল্ট বাঁধেন নি শুক্রবার থেকে শুরু হলো তাদের বিরুদ্ধে ত্রিপুরা ট্রাফিক পুলিশের অভিযান। দেখা যাচ্ছে প্রায় ৭০ শতাংশ গাড়ি চালক ড্রাইভিং করার সময় সিট বেল্ট ব্যবহার করছেন না। যে সমস্ত গাড়ি চালকরা গাড়ি ড্রাইভিং করার সময় সিট বেল্ট লাগাচ্ছেন না তাদের কাছ থেকে ৫০০ টাকা করে ফাইন আদায় করেছে ত্রিপুরা ট্রাফিক পুলিশ।
আজ ত্রিপুরা ট্রাফিক পুলিশের এই অভিযান চলে আগরতলা রাজবাড়ী সংলগ্ন উত্তর গেট এলাকায় #agratala #tripura #tripuranews
What's Your Reaction?