গরমে ত্বকের সাথে সাথে দরকার চুলের ও বাড়তি যত্ন
বাইরে গরমের পারোদ কিছুতেই যেন কমার নাম নিচ্ছে না, আর এই গরমে আমাদের ত্বকের সাথে সাথে কিন্তু চুলও ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু এই ব্যস্তময় জীবনে সব সময় আমাদের হাতে সময়ের অভাবে সেভাবে চুলের যত্ন নেয়া হয়ে ওঠে না, তাই আজ ঘরোয়া উপায়ে কম সময়ে কিভাবে চুলের যত্ন নেয়া যায় সেই নিয়েই কথা বলব আজ।
সময়ের অভাবে আমরা চুলে তেল দেওয়া থেকে বিরত থাকি তবে গরমে চুলের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সপ্তাহে একদিন হলেও তেল দিতে হবে এতে চুলের পুষ্টি যোগাবে । এই গরমে চুল আমাদের শুষ্ক হয়ে যায় তাই এই ওয়েদারে চুলে হেয়ার ড্রায়ার ব্যবহার একদম করা যাবে না । চুল ধোয়ার আগে নারকেল তেল বা অলিভ অয়েল ম্যাসেজ করে নিতে হবে এতে চুলের রুক্ষ ভাব দূর । তবে একান্ত যদি চুলে তেল লাগাত নাই চান সে ক্ষেত্রে চুলের হেয়ার সিরাম অফ অ্যাপ্লাই করতে হবে অবশ্যই। এই গরমে আমাদের চুলের স্বাস্থ্যের কথা মাথায় রেখে অবশ্যই চুলের যত্ন নিতে হবে।
What's Your Reaction?