Tripura : এবার অভিনব পদ্ধতিতে বহিরাজ্যে গাঁজা পাচার
গাঁজা পাচারকারীরা নিত্যনতুন কায়দা ব্যবহার করে বহি:রাজ্যে গাঁজা পাচার চালিয়ে যাচ্ছে। কিন্তু, কিছু সৎ নিষ্ঠাবান পুলিশ আধিকারিকদের সক্রিয়তার ফলে ধরা পরে যাচ্ছে গাঁজা পাচারকারীরা। ফলে প্রতিদিনই নতুন নতুন কায়দা অবলম্বন করছে গাঁজা পাচারকারীরা। এবার এক অভিনব পদ্ধতিতে গাঁজা পাচারকালে আটক করা হয় বিশাল পরিমান গাঁজা । সঙ্গে আটক হয় গাঁজা পাচার কাজে জড়িত থাকার অপরাধে তিনজন গাঁজা পাচারকারীকে। জানা যায়, অন্যান্য দিনের মত খোয়াই ত্রিপুরা জেলা মুঙ্গিয়াকামি থানার পুলিশ আসাম-আগরতলা জাতীয় সড়কে যানবাহন চেকিং- এর কাজে বসে। সেইসময় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরার কাছে গোপন খবর আসে যে, একটি বোলেরো গাড়িতে করে গাঁজা পাচার হবে। TR01A- 2409 নাম্বারের বোলেরো গাড়ি পুলিশ দাঁড় করিয়ে প্রাথমিকভাবে সাধারণ তল্লাশিতে কিছুই উদ্ধার করতে পারেনি। ততক্ষনে ঘটনাস্থলে পৌঁছে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরার নির্দেশে শেষে গাড়ির উপরের ছাদ ভেঙে উদ্ধার করে বিশাল পরিমানে লুকিয়ে রাখা অবৈধ গাঁজা। এছাড়াও গাড়ির বডির বিভিন্ন অংশ কেটে গাঁজা লুকিয়ে রেখে ঝালাই করে রাখা অবস্থায় গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। জানা যায়, গাড়ির বিভিন্ন অংশ থেকে মোট ২১৫ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তবে, বলাবাহুল্য এভাবে নতুন পদ্ধতিতে গাড়ির বডি কেটে গাঁজা লুকিয়ে পুনরায় ঝালাই করে গাঁজা পাচারের ঘটনা এই প্রথমবার দেখা গেল। আটক তিনজন গাঁজা কারবারীকে পুলিশ আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এই গাঁজা কারবারীর সাথে আর কোন ব্যক্তি জড়িত রয়েছে। #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?