ইন্টারনেট এর রমরমা বাজারে কমছে বাংলা ক্যালেন্ডার চল
সোশ্যাল মিডিয়ার বাজারে চাহিদা কমেছে বাংলা নতুন বর্ষের ক্যালেন্ডারের। আর কদিন বাদেই বাঙালির অন্যতম উৎসব হালখাতা। বাংলার নববর্ষ উপলক্ষে বহু ব্যবসায়ী প্রতিষ্ঠানে গণেশ পূজার আয়োজন করা হয়। সারা বছরের বকেয়া মিটিয়ে নতুন করে শুরু হয় ব্যবসা। গণেশ পূজার পাশাপাশি হালখাতার আয়োজন করেন দোকানিরা। মিষ্টির প্যাকেটের পাশাপাশি বাংলা ক্যালেন্ডার দেওয়ারও রীতিও রয়েছে।
তবে বিক্রেতাদের আক্ষেপ আগের তুলনায় বিক্রি কমেছে বাংলা ক্যালেন্ডার। সারা বছরে হালখাতার সময় কিছু ক্যালেন্ডার বিক্রি হয়। বর্তমানে ইন্টারনেট ও মোবাইলেরজেরে বাজারে কমেছে বাংলা কারেন্ডারের বিক্রি। #youtube #socialmedia #calendar #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?