উড়িষ্যার জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত শ্রমিক
চলতি বছরের ২৪শে ফেব্রুয়ারি জীবিকার জন্য উড়িষ্যায় গিয়ে জাতীয় সড়কের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বসিরহাটের মাটিয়া থানার নেহালপুর গ্রামের ৭ ব্যবসায়ী, শ্রমিক তথা গাড়ির চালক। সেই বিভীষিকাময় ঘটনার পর রাজ্য সরকার ওই পরিবারগুলোর পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছিল। রাজ্য সরকার ২লক্ষ টাকা আর্থিক সাহায্যের পাশাপাশি একাধিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। সেই সাহায্য পেয়ে কিছুটা আশ্বস্ত হলেও সেই ঘটনার পর থেকে একেবারে মানসিক ও অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছিল পরিবার গুলি। চলছে রমজান মাস, আর সামনেই ঈদ। তাই সেই ঈদে পরিবার গুলি যাতে আনন্দ থেকে বঞ্চিত না হয় পাশাপাশি আগামী দিনে পরিবার গুলির ভবিষ্যতের পথ যাতে সুগম হয় তার জন্যই উদ্যোগী হলেন বাদুড়িয়ার এক মৌ পালক হারুন মণ্ডল। ঠিক ঈদের আগে এই দুস্থ পরিবার গুলির পাশে দাঁড়াতে উদ্যোগী হলেন তিনি। বাদুড়িয়ার এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র, মাটিয়া থানার ওসি তাপস ঘোষ, হাড়োয়া থানার ওসি বাপ্পা মিত্র ও দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের ডিরেক্টর এটিএম আব্দুল্লাহ্ রনির সহযোগিতায় মাটিয়া থানা চত্বরে এই সমস্ত দুস্থ পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মৌ পালক হারুন মন্ডল সহ পুলিশ আধিকারিকরা। পাশাপাশি দুর্ঘটনায় নিহত সুরজ মন্ডলের ছেলে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী কাশ্মীর মন্ডল ও মেয়ে আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী স্নিগ্ধা খাতুনের পড়াশোনার সমস্ত দায়িত্বের পাশাপাশি বাকি যে পরিবারগুলি রয়েছে সেই পরিবারগুলি থেকেও যদি কেউ পড়াশোনা করতে চায় তারও সমস্ত দায়ভার গ্রহণ করবেন হারুন মন্ডল। অন্যদিকে একাধিক সামাজিক সমস্যা সহ পারিবারিক বিভিন্ন সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন সমাজসেবী হারুন মন্ডল। এছাড়াও কিছুদিন আগেই হাড়োয়ার দুই ব্যক্তির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল। ফলে সেই পরিবারগুলিও বেজায় সমস্যার মধ্যে পড়েছিল। অন্যদিকে এক ক্যান্সার আক্রান্ত রোগীকেও এদিন আর্থিক সাহায্য করেন ওই মৌপালক। সমাজসেবী হারুন মন্ডল বলেন, "খুশির দিনে আনন্দ ভাগ করে নিলেই আমার আনন্দ। আগামী দিনে এরকম ধরনের কর্মকাণ্ড আরো চালিয়ে যাব।" নটি পরিবার সহ ওই ক্যান্সার আক্রান্ত ঠিক ঈদের আগেই এরকম ধরনের অকাঙ্ক্ষিত এক উপহার পাওয়ায় স্বভাবতই খুশির হাওয়া ওই পরিবারগুলির মধ্যে। #youtube #odisha #odishanews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?