ইলেকট্রিসিটির মূল্য বৃদ্ধি
অসমে দিনে দিনে ইলেকট্রিক সিটির বিল বেড়েই যাচ্ছে। তাই সাধারণ মানুষের পক্ষে খুব কঠিন হয়ে পড়েছে । কারো যদি এই বকায়া বিল একদিন দিতে দেরি হচ্ছে সঙ্গে সঙ্গে তার বাড়ির ইলেকট্রিক সিটি বন্ধ করে দেওয়া হচ্ছে। তাই এরই উদ্দেশ্যে পল্টন বাজারের কাছে বিজুলি ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিক ইউনিয়ন
আন্দোলনকারীরা স্মার্ট মিটার বন্ধের দাবি জানান।
অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন (AAECA) গ্রাহকদের স্বার্থের বিরুদ্ধে আন্দোলনের নেমে পড়েছে শ্রমিক সংগঠন। প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছেন তারা।
এপিডিসিএলের সিদ্ধান্ত কোনো অবস্থাতেই মেনে না নেওয়ার হুমকি দিয়েছে ইউনিয়ন। #youtube #assam #assamesenews #electricitybill @ubanglatvofficial
What's Your Reaction?