ইরফান খানের মৃত্যুবার্ষিকী
আজ ২৯ এপ্রিল ইরফান খানের মৃত্যুবার্ষিকী। ২০২০ সালে আজকের দিনে সারা দেশ যখন করোনা কাটায় স্তব্ধ ঠিক তখনই ২৯ এপ্রিল সকালে সবাইকে অবাক করে দিয়ে না ফেরার দেশে পাড়ি দেন ইনফান খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর, ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবনযুদ্ধে পরাজিত হয়েছিলেন তিনি। ৩০ বছরের অভিনয় জীবনে ৫০ এর বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি । দূরদর্শনে অভিনয় করে নিজের ক্যারিয়ার শুরু করেন অভিনেতা। এরপর চাণক্য ,এবং চন্দ্রকান্তার মতো সুপারহিট সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। স্টার প্লাসের "ডার" সিরিয়াল খলনায়কের ভূমিকার অভিনয় করে সকলের নজর কাড়েন ।১৯৯০ বড়পর্দায় অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করলেও ২০০৫ সালে "রোগ"ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করে সমালোচকদের মন কেড়ে নিয়েছিলেন, এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি বলিউডের একের পর এক হিট ছবি দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন অভিনেতা। ২০২০ সালেই তাকে শেষবারের মতো পর্দা "ইংলিশ মিডিয়াম" ছবিতে দেখা গিয়েছিল। ইরফান খান ছিলেন ভারতের অন্যতম ব্যতিক্রমী অভিনেতা।
ইরফান খানের মৃত্যুদিনই ইউ বাংলা টিভির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা। #youtube #bollywood #actors #irfankhan @ubanglatvofficial
What's Your Reaction?