আজ ইংরেজি দিবস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমরা পালন করি ২১শে ফেব্রুয়ারি। বাংলা ভাষার হিসেব মতো জন্মদিন উদযাপন হয়। এর পিছনেও আছে দীর্ঘ ইতিহাস। তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানের মানুষ বাংলা ভাষার জন্য রক্তক্ষয়ী সংগ্রামে নেমেছিলেন। সেই সংগ্রামকেই সম্মান জানিয়ে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেন। তবে আজ অর্থাৎ ২৩ শে এপ্রিল হলো বিশ্ব ইংরেজি ভাষা দিবস। আজকের দিনকেই বেছে নেওয়ার কারণ হলো বিশ্ববরেণ্য সাহিত্যিক এবং নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের আজ জন্ম ও মৃত্যুবার্ষিকী। ১৫৬৪ সালে আজকের দিনে উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিলেন স্ট্যাটফোর্ড আপন অ্যাভন ওয়ারউইকসায়ার, ইংল্যান্ডে। ১৬১৬ সালে এই একই তারিখে তিনি পরলোক গমন করেন। তবে তার নাটক এবং সনেট গুলির ইংরেজি সাহিত্যে যে অবদান কতটা তা আজও মানুষ বুঝতে পারেন। বর্তমানে বিশ্বের প্রতি চারজনের মধ্যে একজন ইংরেজি ভাষা ব্যবহার করেন। এরপরেই ২০১০ সালে রাষ্ট্রসংঘ সম্মান জ্ঞাপন করে আজকের দিনটিকে বিশ্ব ইংরেজি ভাষা দিবস রূপে ঘোষণা করেছেন। #youtube #worldenglish #internationalday #internationalnews @ubanglatvofficial
What's Your Reaction?