আলিপুরদুয়ারের বারবিশার ভুট্টা ক্ষেতে হাতির হামলা
ফের কৃষিজমিতে হামলা করল একপাল হাতি। যার জেরে আতঙ্কিত এলাকার কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ। হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার ভুট্টা ক্ষেত। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের বারবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বারবিশা মৌজায়। গত সোমবার রাতেও হাতির হামলার ঘটনা ঘটেছিল ওই এলাকায়। বৃহস্পতিবার দুপুরের দিকে ক্ষতিগ্রস্ত ভুট্টা ক্ষেত গুলি পরিদর্শন করেছেন তৃণমূল কংগ্রেসের ভল্কা-বারবিশা ১ নম্বর অঞ্চল সভাপতি জয়শংকর দাস, তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি রাজীব তির্কি সহ অন্যান্য নেতৃত্বরা। স্থানীয় কৃষক সাদ্দাম হুসেন অভিযোগ করে বলেন, 'বারাবর হাতির হামলার ঘটনা ঘটেই চলছে। যার ফলে আমরা চরম সমস্যার মধ্যে পড়েছি। বন বিভাগকে বারবার জানিয়েও কোনো কাজ হচ্ছে না। তৃণমূল কংগ্রেসের বারবিশা ১ নম্বর অঞ্চল সভাপতি জয়শংকর দাস বলেন, স্থানীয় যৌথ বন পরিচালন কমিটির সভা করে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায় কিনা, সেই বিষয়ে বন বিভাগের আধিকারিককে বলা হয়েছে। #youtube #alipurduar #alipurduarnews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?