West Bengal : আকাশ বাইজুস দেশব্যাপী অনন্য নজির স্থাপন করল : U Bangla TV
West Bengal : আকাশ বাইজুস দেশব্যাপী অনন্য নজির স্থাপন করল : U Bangla TV
২৯ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, আকাশ বাইজুস, দক্ষিণ কলকাতার এক কেন্দ্রে সাংবাদিক বৈঠকের আয়োজন করে । পদার্থবিদ্যা, রসায়ন উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা বিভাগের প্রধান এবং প্রকল্পের সাথে জড়িত সদস্যরা বাংলা সংস্করণের স্টাডি ম্যাটারিয়াল উন্মোচন করল এই বৈঠকে । সর্বভারতীয় মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য দেশের অগ্রগণ্য প্রতিষ্ঠান আকাশ, নতুন চিন্তা ধারা নিয়ে পশ্চিমবঙ্গের নিট পরীক্ষার্থীদের জন্য বাংলা মাধ্যমে স্টাডি ম্যাটেরিয়াল প্রবর্তন করে দেশব্যাপী অনন্য নজির স্থাপন করল । জানা যাচ্ছে গত বছর পশ্চিমবঙ্গ থেকে ১,০৪, ৯২৩ জন পরীক্ষার্থী নিট ২০২৩ এ ফর্ম ফিলাপ করেছিল, যার মধ্যে ৪৩, ৮৯০ জন পরীক্ষার্থী বাংলা বেছে নিয়েছিল । ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলায় নিট পরীক্ষার প্রতি পরীক্ষার্থীদের আগ্রহ ক্রমশ বেড়েছে । এমতাবস্থায় এটি কোন জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত এই ধরনের প্রথম উদ্যোগ যা বাংলার নিট পরীক্ষার্থীদের সরাসরি উপকৃত করবে বলেই জানান আকাশ এর কতৃপক্ষরা । এই বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল একাডেমিক ডিরেক্টর নীট ডিভিশন শ্রী নবীন কার্কি, চিফ মার্কেটিং অফিসার সুদীপ্ত চৌধুরী, ড. মুকুল চন্দ্র রায়, সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তি ও আকাশ বাইজুসের শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন । #westbengal #westbengalnews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?