আনন্দময়ী আগুন কবিতায় নজরুল বন্দী

Apr 14, 2023 - 19:21
 0  3

আজ নজরুল চর্চা কেন্দ্র বারাসাতের উদ্যোগে নৈহাটি জিআরপি অফিসের ভেতরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আজকের এই দিনটিতে অর্থাৎ ১৯২৩ সালের ১৪ ইএপ্রিল ব্রিটিশ শাসকদের দ্বারা আনন্দময়ী আগুন কবিতা লেখার দায়ে নজরুলকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে হুগলি সংশোধনাগারে নিয়ে যাবার উদ্দেশ্যে ঘন্টা তিনেকের জন্য নৈহাটি জিআরপি থানায় নিয়ে আসলে তৎসময় কিছু নৈহাটির বাসিন্দারা নজরুলকে কয়েদি পোশাকে দেখে খোবে ফেটে পড়ে ।জেল কর্তৃপক্ষকে কয়েদি পোশাক খুলতে বাধ্য করেছিল। সেই দিনটিকে মনে রেখে আজ এই দিনটি পালিত হল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বারাসাত নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি তথা হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর কামাল উদ্দিন জানান আজকের এই শতবর্ষে উপলক্ষে নজরুলের এই জিআরপিতে পদধূলির কথা স্মরণ রাখতে আজকের এই অনুষ্ঠান। #youtube #noihati #barasat #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow