Siliguri : ভাড়ি বৃষ্টির পর অবশেষে মনোরম পরিবেশ শিলিগুড়িতে

Siliguri : ভাড়ি বৃষ্টির পর অবশেষে মনোরম পরিবেশ শিলিগুড়িতে

Jul 18, 2023 - 16:30
 0  3

লাগাতার কয়েকদিন ভাড়ি বৃষ্টির পর অবশেষে মনোরম পরিবেশ শিলিগুড়িতে। উত্তরবঙ্গে ৫ জেলাই ভাড়ি বৃষ্টি তিতিবিরক্ত হয়ে উঠেছিল সকলেই। বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় জলমগ্ন পরিস্থিতির জন্য বন্যার রূপ নিয়েছিল আলিপুরদূয়ার, কোচবিহার সহ ডুয়ার্সে বেশ কিছু জাগার পাশাপাশি শহর শিলিগুড়ি নিচু এলাকার কয়েকটি ওয়ার্ডে, ফলে জলবন্দী হয়ে পরেচ্ছিলো ওয়ার্ডবাসীরা। তবে সে পরিস্থিতি কাটিয়ে এখন অনেকটা স্বাভাবিক ছন্দে শহর শিলিগুড়ি। লাগাতার বৃষ্টি মধ্যে মাঝে একদিন বৃষ্টি না হলেও কালো মেঘে আচ্ছন্ন ছিলো শহর ও তার পাশ্ববর্তী এলাকা। তাতে ঢাকা পরে ছিলো সমতল থেকে পাহাড়ের দর্শন। তবে সোমবারের সন্ধ্যায় হাল্কা বৃষ্টি পর মঙ্গলবার মনোরম পরিবেশ শিলিগুড়িতে। আকাশে কালো মেঘে ছায়া না থাকায় শহর থেকে পরিষ্কার দর্শন মিলচ্ছে পাহাড়ের৷ তাতেই বেশ খুশী শহর ও পাশ্ববর্তী এলাকার সকলে। কার্যত এদিন সকালে আকাশ পরিস্কার থাকায় এক মনোরম পরিবেশে পাশাপাশি মৃদু হাওয়ায় ও বহুদিন পর শিলিগুড়ি থেকে পাহাড়ের দর্শনে মন যেন জুড়িয়ে গেলো সকলের। #breakingnews #newstoday #siliguri #weatherreport #newslive #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow