আগামী প্রজন্মের সঙ্গে 'হারিয়ে যাওয়া' জিনিসপত্রের পরিচয়
পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব চট্টগ্রাম,১৯৩২ সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে যে উদ্ধত মুষ্টিগুলোর ধাক্কায় কেঁপে উঠেছিল সুপার পাওয়ার ব্রিটিশ সাম্রাজ্য, তার অন্যতম একজন সদস্য ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। মৃত্যুর আগে অবধি তিনি দেশের স্বাধীনতার জন্য লড়াই করে গিয়েছিলেন। তবে তারই দেশের স্বাধীনতা চেতনার বিকাশ ঘটেছিল তাঁর নিকট আত্মীয় পূর্ণেন্দু দস্তিদারের কাছে. তিনি তখন সশস্ত্র স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত, সরকার কতৃক বাজেয়াপ্ত কিছু বই তিনি প্রীতিলতার কাছে রাখতে দিয়েছিলেন সেই বই প্রীতিলতা লুকিয়ে লুকিয়ে পড়ে জানতে পারে দেশের কথা ,ক্ষুদিরামের কথা, বাঘাযতীন কিংবা কানাই লালের কথা, এখান থেকেই প্রীতিলতার দেশ স্বাধীনতার আন্দোলনের মুখ হয়ে ওঠার লড়াই শুরু হয়। তিনি মাস্টারদার নেতৃত্বে অসংখ্য সংগ্রামী আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন। ওই সময় দাঁড়িয়ে মহিলা হিসাবে স্বদেশী আন্দোলনে যুক্ত হওয়া খুব একটা সহজ কথা ছিল না। তারপরেও দেশের কথা দশের কথা ভেবে তিনি লড়াই চালিয়ে গেছিলেন আমরণ।
আজ পাঁচই এপ্রিল বীরাঙ্গনা স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মবার্ষিকীতে ইউ বাংলা টিভির তরফ থেকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।
What's Your Reaction?