অসমীয়া ক্রীড়াবিদ অভিজিৎ মজুমদার ব্রোঞ্জ পদক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কেন ? U Bangla TV
যৌন নিপীড়ক ব্রিজভূষণ চরণ সিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিজিৎ মজুমদার'। “প্রধানমন্ত্রী মোদী কেন দেশের মহিলা কুস্তিগীরদের শিকারের পাশে দাঁড়াননি? : অভিজিৎ মজুমদার অল ইন্ডিয়া রেসলিং ফেডারেশনের সভাপতি এবং বিজেপি সাংসদ ব্রিজভূষণ চরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে দেশের মহিলা কুস্তিগীরদের প্রতিবাদের সমর্থনে একজন অসমীয়া ক্রীড়াবিদ তার জাতীয় গেমসের পদক ফিরিয়ে দিয়েছেন। অ্যাথলিট এবং আসাম তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ মজুমদার আসাম তৃণমূল কংগ্রেসের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন যে তিনি রাঁচিতে 2011 সালের জাতীয় গেমসে লন বল প্রতিযোগিতায় জিতে নেওয়া ব্রোঞ্জ পদক ভারত সরকারকে ফিরিয়ে দেবেন৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আসাম তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বোরা, পার্টির মিডিয়া বিভাগের চেয়ারম্যান দিলীপ কুমার শর্মা এবং দলের অন্যান্য সহকর্মীরা|
What's Your Reaction?